সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্যের বার্তা—'সংস্কার বড় স্বপ্ন, আগে স্বস্তি দিতে হবে

 সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্যের বার্তা—'সংস্কার বড় স্বপ্ন, আগে স্বস্তি দিতে হবে'


নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৭ ডিসেম্বর ২০২৪
সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্যের বার্তা—'সংস্কার বড় স্বপ্ন, আগে স্বস্তি দিতে হবে



রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় সংলাপ ২০২৪’-এর প্রথম দিনে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "সংস্কার বড় স্বপ্ন। তবে এর জন্য ঐক্য প্রয়োজন। নির্বাচনেও যেতে হবে, কিন্তু তার আগে জনগণকে স্বস্তি দিতে হবে।"

এই সংলাপ আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। ‘ঐক্য কোন পথে’ শীর্ষক এই সংলাপের মূল আলোচনায় উঠে আসে দেশের অর্থনীতি, রাজনীতি এবং জনগণের জীবনমান।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "সংস্কারমুখী জনগণের জন্য আইনশৃঙ্খলা, খাবার ও চাকরির নিশ্চয়তা দিতে হবে। তা না হলে জনগণ বিপথে চলে যেতে পারে। সর্বোত্তম পেতে গিয়ে আমরা যেন উত্তমকে হারিয়ে না ফেলি।"

তিনি আরও বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। নির্বাচনের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ছবি ও ভিডিও:
সংলাপের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে। খামারবাড়ির কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




Comments

Popular posts from this blog

ICESCO Launches Fully Funded Young Professionals Programme 2025/2027

Slumdog to Billionaire: Jahid Jubair's Astonishing Journey Unveiled in "A Book of Top Secret"