গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে মত দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা

হামাস ইসরাইল যুদ্ধ গাজা য় যুদ্ধবিরতির প্রস্তাবে মত দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা অনলাইন রিপোর্ট প্রকাশিত হয়েছে: ২২ নভেম্বর ২০২৩ , ১০:৩০ এম গাজায় দেড় মাস ধরে চলা ফিলিস্তিনি আক্রমণের অবসানে বড় অগ্রগতি হয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভা চারদিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে। পূর্ব জেরুজালেম থেকে আল-জাজিরার সংবাদদাতা হামদাহ সালহুত বলেছেন, ইসরায়েলি মন্ত্রিসভা অনুমোদিত প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে আটক প্রায় ৫০ জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িকভাবে হামলা বন্ধ করবে। ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা দখল করে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। তারা গাজায় স্থল অভিযানও চালাচ্ছে । এই প্রস্তাবে মধ্যস্থতা করেছে কাতার। বুধবার যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের খবর পাওয়া গেছে।