Sunday, March 10, 2024

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়: খেলায় প্রতিষ্ঠিত নামবাজি

অনলাইন রিপোর্ট 10-3-2024 1:57 পিএম।
যশোরের কেশবপুর উপজেলার অজপাড়াগাঁয়ের একটি স্বশিক্ষিত স্ত্রীশিক্ষাপ্রতিষ্ঠান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তিন দশকের সাফল্য চোখে চলেছে। এই বিদ্যালয়ের ছাত্রীরা খেলায় নৈপুণ্যের সুনাম কুড়িয়েছে, যা জেলা ও জাতীয় পর্যায়ে বিজয়ের পথে তাদের সাথে হয়েছে। বিদ্যালয়টির যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে। বর্তমানে এখানে পড়ছেন ২৩০ শিক্ষার্থী, যাদের শিক্ষক দলের সদস্য ১৫ জন। প্রতিষ্ঠার পর থেকেই বালিকা বিদ্যালয়টিতে খেলাধুলার চর্চা ছিল, তবে তেমন কোনো সাফল্য ছিল না। কিন্তু ২০১২ সালে এই বিদ্যালয় প্রথমবারের মতো খেলাধুলার প্রতিযোগিতায় অংশ নিতে উদ্যোগী হয়। ওই বছর তাদের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মেরুদণ্ড ভাঙল না। এরপর জেলা পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের পানি ছিল এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এ পর্যন্ত গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন খেলায় উচ্চ স্তরের কৌশল প্রদর্শন করেছেন। দলীয় পর্যায়ে মেয়েদের ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, রাগবি, খো খো, ব্যাডমিন্টন, দড়িলাফ, সাইক্লিং, সাঁতার, দাবা ও ক্যারম খেলায় প্রতিযোগিতা করেছেন। অতএব, এই বিদ্যালয়ের খেলা দক্ষতা ও সাফল্যের মানুষজন এখন প্রশংসা করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু বলেন, "আমরা প্রথমে মেয়েদের হকি দল গঠন করেছিলাম। এই খেলায় মেয়েদের দল যেহেতু কম, তাই তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

America's jobs opportunity

America's best jobs opportunity