Thursday, November 16, 2023

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি করতে হবে- 301টি সুপারিশ

অনলাইন রিপোর্ট

১১/১৫/২০২৩     ১১:২০ এম  (বিডিটি)


বাংলাদেশ সুপারিশগুলো পর্যালোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে।

 

জাতিসংঘ মানবাধিকার সংস্থার পর্যালোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ১১০টি দেশের সুপারিশ চূড়ান্ত হয়েছে। ইউপিআর সভায় সব মিলিয়ে ৩০১টি সুপারিশ প্রতিবেদন আকারে উপস্থাপন করা হয়।

 

এই পর্যালোচনা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইনমন্ত্রী আনিসুল হক। জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমান বক্তৃতা করেন। সুফিউর রহমান বিভিন্ন বিষয়ে সুপারিশ করা দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনের আগে বাংলাদেশ এসব সুপারিশ পর্যালোচনা করবে এবং সিদ্ধান্ত ঘোষণা করবে।

ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

জেনেভায় অনুষ্ঠিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর সার্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনার (ইউপিআর) চতুর্থ রাউন্ডের সুপারিশগুলির মধ্যে রয়েছে বহুল আলোচিত নিখোঁজ এবং নির্যাতনবিরোধী অতিরিক্ত চুক্তির অনুমোদন, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত। নিখোঁজের ক্ষেত্রে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দোষীদের শাস্তি।

 

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

📢 ফেসবুক মনিটাইজেশন: ফেসবুক থেকে কীভাবে টাকা পাবেন? প্রতি ১০০০ ফলোয়ারের জন্য কত?

📅 প্রকাশের তারিখ: ৫ জুলাই ২০২৫ ✍️ সংবাদদাতা: bnewso.com প্রতিবেদক How to Earn from Facebook? How Much You Can Make Per 1,000 Followers? ---...