মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিনিধি, টেকনাফ, কক্সবাজার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮
কক্সবাজারের টেকনাফে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি নিয়ে সে দেশের সরকার ও আরাকান আর্মি—উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ।
আজ সোমবার দুপুরে টেকনাফের দমদমিয়ায় নাফ নদীর তীরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে, তবে দেশ পরিচালনা করছে মিয়ানমার সরকার। সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ জরুরি।
রোহিঙ্গা শরণার্থী সমস্যার প্রসঙ্গে তিনি জানান, এই বিষয়ে বিশেষজ্ঞ ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি সার্বক্ষণিকভাবে বিষয়টি নজরদারি করছেন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সীমান্ত পরিস্থিতি শান্ত রাখার পাশাপাশি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়েও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
Comments
Post a Comment