Thursday, December 26, 2024

সচিবালয়ে অগ্নিকাণ্ড: চরমোনাই পীরের প্রশ্ন, বাংলাদেশ কতটুকু সুরক্ষিত

সচিবালয়ে অগ্নিকাণ্ড: চরমোনাই পীরের প্রশ্ন, বাংলাদেশ কতটুকু সুরক্ষিত?


অনলাইন রিপোর্ট 
২৬/১২/২০২৪
সচিবালয়ে অগ্নিকাণ্ড: চরমোনাই পীরের প্রশ্ন, বাংলাদেশ কতটুকু সুরক্ষিত?



বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বরিশালের চরমোনাই মাদ্রাসায় আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলনের উচ্চপর্যায়ের এক সভায় তিনি বলেন, ‘সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনায় জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, বাংলাদেশ কতটুকু সুরক্ষিত।’

তিনি আশঙ্কা প্রকাশ করেন, গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হলে প্রশাসনের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। চরমোনাই পীরের মতে, এটি পরিকল্পিত হতে পারে এবং এ ঘটনায় গভীর তদন্তের প্রয়োজন।

তিনি সেনাবাহিনীর মাধ্যমে পৃথক তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Asia Counts Cost of Iran-Israel War: Economic Shocks, Oil Chaos & Strategic Alarm

📰 Breaking News Report Date: June 27, 2025 Byline: Jahidul Islam | bnewso.com Asia faces oil shock, market drops, and diplomatic shif...