সিলেটের মেজরটিলায় উত্তেজনা: যুবদল নেতা আটকের পর স্থানীয়দের প্রতিরোধ

অনলাইন রিপোর্ট:
৩১/১২/২০২৪

সিলেটের মেজরটিলায় উত্তেজনা: যুবদল নেতা আটকের পর স্থানীয়দের প্রতিরোধ

Sylhet, Majortila, RAB, Sylhet protest, Jatiyatabadi Chhatra Dal, BNP, road blockade, Sylhet news, Sylhet land dispute, RAB arrest, Sylhet tensions, Sylhet local protest, Sylhet news update, land grabbing Sylhet, RAB controversy, Sylhet political unrest
Sylhet, Majortila, RAB, Sylhet protest, Jatiyatabadi Chhatra Dal, BNP, road blockade, Sylhet news, Sylhet land dispute, RAB arrest, Sylhet tensions, Sylhet local protest, Sylhet news update, land grabbing Sylhet, RAB controversy, Sylhet political unrest



সিলেট মহানগরের মেজরটিলা জাহানপুর এলাকায় র‍্যাব ও স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনাপূর্ণ একটি ঘটনা ঘটে। জানা যায়, গতকাল দুপুরে জাহানপুর এলাকায় একটি জায়গা দখলের চেষ্টা হয়, যা স্থানীয় লোকজন প্রতিহত করেন। এ ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

এ ঘটনার জের ধরে গতকাল রাতে সাইফুল ইসলামকে আটক করতে অভিযানে যায় র‍্যাব। স্থানীয় লোকজন অভিযোগ করেন, সাইফুল ইসলামের বাসায় অবৈধ অস্ত্র থাকার অভিযোগ তুলে র‍্যাব তাঁর বাড়ি তল্লাশি চালায়। তবে কোনো অস্ত্র উদ্ধার না হলেও তাঁকে আটক করা হয়।

র‍্যাবের এ অভিযান নিয়ে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে এলাকায় মাইকে ডাকাত হানার ঘোষণা দেন। এতে বিপুলসংখ্যক স্থানীয় লোকজন জড়ো হয়ে র‍্যাবের গাড়ি আটকে দেন এবং আটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে নেন।

এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের মেজরটিলা এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভের মাধ্যমে তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

পরে বিকেল পৌনে চারটার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান।

Comments

Popular posts from this blog

ICESCO Launches Fully Funded Young Professionals Programme 2025/2027

Slumdog to Billionaire: Jahid Jubair's Astonishing Journey Unveiled in "A Book of Top Secret"