নাটোর জেলায় নৌকা-৩, সতন্ত্র-১

মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি, 
নাটোর জেলায় দ্বাদশ জাতীয় নির্বাচনে  বাংলাদেশ আওয়ামী লীগ-এর নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন ৩জন এবং সতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন ১ জন।
৫৯ নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা)  আসনে বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুল নৌকা প্রতিক নিয়ে ১ লক্ষ ১৭ হাজার ৮৪৪ ভোট পেয়েছেন বেসরকারীভাবে নিবাচিত হয়েছেন । তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী  ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রাথী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট। ৬০,নাটোর-৩ (সিংড়া) আসনে বর্তমান এমপি নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ পলক ১ লক্ষ ৩৫ হাজার ৮০২ ভোট পেয়ে বেসরকারীভাবে নিবাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট । -৬১,নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর)  আসনে বর্তমান এমপি নৌকার প্রার্থী আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ১ লক্ষ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে নিবাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আষিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস পেয়েছেন ৯০ হাজার ৭৪৮ ভোট।
নাটোর জেলার ৫৮, নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ঈগল  প্রতিকের স্বতন্ত্র  প্রার্থী আবুল কালাম আজাদ ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে  বেসরকারি ভাবে নিবাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল নৌকা  প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭ ভোট।

Comments

Popular posts from this blog

ICESCO Launches Fully Funded Young Professionals Programme 2025/2027

Slumdog to Billionaire: Jahid Jubair's Astonishing Journey Unveiled in "A Book of Top Secret"