অনলাইন
রিপোর্ট
প্রকাশ:
২৯ নভেম্বর ২০২৩, ১৯:৪০
বাবার নৌকা পাওয়া সন্তানেরা |
আওয়ামী লীগের অনেক নেতা নৌকা প্রতীক নিয়ে বারবার
সংসদ সদস্য হয়েছেন। সময়ের আবর্তনে তাঁদের কেউ কেউ প্রয়াত হয়েছেন। কেউ কেউ এখন বয়সের ভারে ন্যুব্জ।
এবার এমন বেশ কয়েকজন নেতার সন্তানদের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছে আওয়ামী লীগ।
নতুন করে এমন ১১ জনের হাতে উঠেছে নৌকা।
উপমহাদেশের রাজনীতিতে উত্তরাধিকার চর্চার ইতিহাস
দীর্ঘ সময়ের। এ দেশে আওয়ামী লীগের রাজনীতিতেও উত্তরাধিকারের পরম্পরা নতুন নয়।
বিভিন্ন সময় বাবার আসনে সন্তানেরা দলীয় মনোনয়ন পেয়েছেন। কোনো কোনো এলাকায় তৃতীয়
প্রজন্মের হাতেও এসেছে নৌকা প্রতীক। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম নির্বাচন করে
যাচ্ছেন বাবার সূত্রে পাওয়া দলীয় প্রতীক নিয়ে।
আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমান
সংসদে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।
জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত দলীয় মনোনয়ন বোর্ডেও আছেন তিনি। এর আগে আওয়ামী
লীগ সরকারের মন্ত্রিসভায়ও ছিলেন। ৮০ বছর বয়সী এই নেতা এবার বয়সের কারণে সরাসরি
ভোটে অংশ নিচ্ছেন না। তাঁরই আসনে ছেলে মাহাবুব উর রহমান পেয়েছেন আওয়ামী লীগের
মনোনয়ন।
আওয়ামী লীগের আরেক প্রবীণ নেতা এইচ এন আশিকুর
রহমান ১৯৮৬ সাল থেকে রংপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। বয়সের
কারণে এবার ভোটে নামেননি। তাঁর ছেলে রাশেক রহমান রংপুর-৫ আসনে দলের মনোনয়ন
পেয়েছেন।
ঠাকুরগাঁও-২ আসনে টানা সাতবারের সংসদ সদস্য দবিরুল
ইসলাম আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) করতেন। ১৯৮৬ ও ১৯৯১ সালে সিপিবি
থেকেই নির্বাচিত হন। এরপর টানা পাঁচবার নৌকা নিয়েই সংসদে এসেছেন। ৭৫ বছর বয়সী এই
নেতা এবারও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। বয়সের বিবেচনায় তাঁর ছেলে মো. মাজহারল ইসলামের
হাতে নৌকা তুলে দিয়েছে আওয়ামী লীগ। পেশায় শিক্ষক মাজহারুল বর্তমানে জেলা আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের নিজের
ছেলেকে ছেড়ে দিয়েছেন তাঁর নির্বাচনী এলাকা। হাজি সেলিমের বড় ছেলে সুলাইমান সেলিম
এবার পুরান ঢাকার আসনটিতে নৌকার প্রার্থী। পারিবারিক ব্যবসার পাশাপাশি বাবার
রাজনৈতিক কর্মসূচিতেও যুক্ত ছিলেন তিনি।
#পিতা, সন্তান, পরিবার, সাফল্য, পিতৃত্ব, সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব, সাহায্য, সম্মান, পরামর্শ, উন্নতি, বিকাশ
https://www.bnewso.com/2023/11/blog-post.html
No comments:
Post a Comment