মনোনয়ন ফরম নেন প্রধানমন্ত্রী

মনোনয়ন ফরম নেন প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্ট
১৮-১১-২০২৩    ১:২০ (বিডিটি)
ছবিঃ শেখ হাসিনা 



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

   আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হয় দলের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। দলটির নির্বাচনী যাত্রা শুরু হয়েছে।

   প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম শাহাবুদ্দিন আজমসহ নেতাকর্মীরা।

যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত জনসমাগম না করে প্রার্থী নিজেই বা প্রার্থীর যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে।


২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে।

The Prime Minister took the nomination form


Online report
18-11-2023 1:20 (BDT)

শেখ  হাসিনা
Photo : Sheikh Hasina


Prime Minister Sheikh Hasina has collected the party nomination form for Gopalganj-3 seat in the 12th National Parliament Election.

    Prime Minister Sheikh Hasina collected the first party nomination form at the Awami League central office on Bangabandhu Avenue at 10:30 this Saturday morning. Through this, the process of selling nomination forms of the party started. The election journey of the party has started.

    Gopalganj District Awami League President Mahmud Ali Khan and General Secretary BM Shahabuddin Azam collected nomination forms on behalf of the Prime Minister.

Although the party nomination aspirants have been asked by the Awami League to collect and submit the application forms through the candidate himself or the qualified representative of the candidate without gathering in excess of the crowd.


Nomination forms can be submitted by 4 pm on November 21.

Comments