বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার হরতাল চলছে

বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার হরতাল চলছে

অনলাইন রিপোর্ট

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ৮:৫৬

 

ছবিঃ বিএনপি

 পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের 'একতরফা' তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রোববার সারাদেশে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। আজ সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে।

২৮ অক্টোবরের পর বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফা হরতাল। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ বিরোধী দলগুলো।

 

বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির মধ্যে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দুই দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন। অন্যান্য দল ও জোটও একই দিনে পৃথকভাবে হরতাল ডেকেছে।

 

হরতাল সফল করার আহ্বান জানিয়ে শনিবার ভার্চুয়াল নিউজ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, ৪৮ ঘণ্টার এই হরতাল অধিকার আদায়ের ধর্মঘট। তিনি সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, আপনারা যে তফসিল ঘোষণা করেছেন অবিলম্বে তা প্রত্যাহার করুন, নির্বাচন স্থগিত করুন এবং আগে পদত্যাগ করুন। অন্যথায় জনগণ সর্বশক্তি দিয়ে এই আনুষ্ঠানিক একতরফা নির্বাচন প্রতিহত করবে।

 

সরকার এবারের নির্বাচনেও ভোট ডাকাতির মহোৎসব করতে চায় অভিযোগ করে রিজভী

The 48-hour hartal of opposition including BNP is going on

Online report
Published: 19 November 2023, 8:56

Photo:BNP


A 48-hour hartal of BNP is starting today Sunday across the country in protest against the announcement of 'one-sided' schedule of the National Assembly elections after a five-point blockade. The strike will continue from 6 am today to 6 am on Tuesday.

After October 28, the second round of strike by opposition parties including BNP. A morning-evening strike was called across the country on October 29 in protest against the police attack on the BNP's mass gathering in Nayapaltan on October 28. After that, the opposition parties including BNP held road, rail and waterway blockade programs across the country.

 

The election commission announced the schedule of the twelfth national election on January 7 amid the blockade program of the opposition parties. BNP Senior Joint Secretary General Ruhul Kabir Rizvi announced a two-day strike program in a virtual press conference in protest. Other parties and alliances also called hartals separately on the same day.

 

Ruhul Kabir Rizvi said in a virtual news briefing on Saturday calling for the strike to be successful, this 48-hour strike is a strike for rights. He told the government and the Election Commission to immediately withdraw the schedule announced by you, postpone the election and resign early. Otherwise the people will resist this formal one-sided election with all their might.

 

Rizvi complained that the government wants to celebrate the vote robbery in this election as well.

Comments