Bnewso is a dynamic news platform delivering real-time updates on global and local events. Covering a wide range of topics such as politics, technology, entertainment, sports, and business, it provides accurate and concise news to keep readers informed. With a user-friendly interface and personalized content options, Bnewso ensures easy access to relevant stories. It aims to empower its audience with credible information while fostering awareness and engagement in today’s fast-paced world.
▼
Saturday, March 9, 2024
রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নতুন কমিটি গঠন: সাদ এরশাদ কো-চেয়ারম্যান নির্বাচিত
অনলাইন রিপোর্ট 9-3-2024 5:45
রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি রওশন এরশাদের দলে 'জাতীয় সম্মেলন' করে নতুন কেন্দ্রীয় কমিটি (আংশিক) গঠন করেছে।
গঠনের ঘোষণায় রওশন এরশাদকে চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। সাদ এরশাদ অন্যতম কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত দশম জাতীয় সম্মেলনে তারা নির্বাচিত হয়। অন্যান্য পদে ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, সাইদুর রহমান, শফিকুল ইসলাম, সাদ এরশাদ, গোলাম সরোয়ার ও সুনীল শুভ নির্বাচিত হয়েছেন।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.