Sponsored ads go below

Monday, March 11, 2024

লা লিগা: আতলেতিকো আরও খাদে

অনলাইন রিপোর্ট 11-3-2024 1:25 পিএম
লা লিগার চলতি সিজনে টপ তিন দলের তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ, জিরোনা, এবং বার্সেলোনা। তিনটি দল গত সপ্তাহে নিজেদের ম্যাচে জয় লাভ করেছে। বার্সেলোনা ১-০ মায়োর্কাকে হারিয়ে, জিরোনা ২-০ ওসাসুনা কে জয় করে, আর রিয়াল মাদ্রিদ ৪-০ সেল্টা ভিগোকে হারিয়েছে। এই তিনটি দলের খেলা ট্রফি লক্ষ্যে উঠে নিজেদের মধ্যে ব্যবধান প্রবৃদ্ধি করেছে। তবে, লা লিগায় একটি দলের জন্য বিপদের সূচনা রয়েছে - আতলেতিকো মাদ্রিদ। কাদিজের মাঠে খেলার সময়ে আঁতোয়ান গ্রিজমান ও তার দল হেরেছে ২-০ ব্যবধানে। আতলেতিকো এখন সর্বশেষ তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে ৪টি। এর বিরুদ্ধে অ্যাথলেটিক বিলবাও ছন্দে থাকায় উঠে আসছে ওপরের দিকে। চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে সেরা চারে জায়গা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আতলেতিকোর। প্রিমিয়ার লিগ: শীর্ষে আরতেতার দল গত মৌসুমে ২৪৮ দিন শীর্ষে থেকেও শেষ মুহূর্তে পা পিছলে ট্রফি জিততে পারেনি আর্সেনাল। এবার ট্রফির লড়াইয়ে বেশির ভাগ সময়ই শীর্ষ দুটি স্থানে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি এর দাঁড়িয়েছে।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.