কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তাহসীন বাহারের জয়

অনলাইন রিপোর্ট 10-3-2024 9:45এএম
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, তবে বিভিন্ন অভিযোগের মুখোমুখি হয়েছে এ নির্বাচন। সরকারদলীয় সমর্থকদের পাহারায় এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তাহসীন বাহার জয়ী হন। তাহসীন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তাঁর বাবা ওই কমিটির সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের ছেলে। মোড়ে মোড়ে পাহারায় সরকারদলীয় সমর্থকদের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তাহসীন বাহার ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হন। তিনি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটির সাবেক মেয়র মো. মনিরুল হক পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। অপর দুই প্রার্থী মোহাম্মদ নিজামউদ্দিন ও নূর-উর রহমান মাহমুদ যোগান পেয়েছেন মোঃ ১৩ হাজার ১৫৫ ও ৫ হাজার ১৭৩ ভোট সাথে প্রাক্তন মেয়র মো. মনিরুল হক যোগান। ভোটের পর তিন প্রার্থী ভোটের আগে, ভোট চলাকালে এবং ভোটের পরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, আচরণবিধি লঙ্ঘন করে মেয়ের পক্ষে প্রত্যক্ষভাবে ভূমিকা রেখে নির্বাচন পরিচালনা করেন সংসদ সদস্য বাহাউদ্দিন। ভোটের দিন পাড়া-মহল্লার অলিগলি, রাস্তার মোড়গুলো ছিল তাঁর কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে, পাহারায়; যাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হন। সন্ধ্যা সোয়া সাতটায় রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বিজয়ী

Comments

Popular posts from this blog

ICESCO Launches Fully Funded Young Professionals Programme 2025/2027

Slumdog to Billionaire: Jahid Jubair's Astonishing Journey Unveiled in "A Book of Top Secret"