সম্পাদকীয়

পদ্মা সেতুর রুপকল্প, বাস্তবায়ন ও উদ্বোধনের জন্য  বর্তমান কর্মরত সকল সংসদ সদস্যদের বিডিনিউজ অনলাইনের সম্পাদক ও সকল কর্মীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


তারিখ: ২৮/০৫/২০২২ ইং

www.bnewso.com/editorial

প্রেম:

প্রেম হল শর্গীয় অনুভূতি। প্রেম স্বার্থ বিহীন।প্রেমে পড়লে কলমও কথা বলে।মনের শান্তি তখন জগত কে শান্ত করে।যে প্রেমে পড়েছে সে শর্গের সুখ পেয়েছে।প্রেমে পড়লে চারিত্রিক গুনাবলি সুন্দর হয়। প্রেম জীবনে অসংখ্য বার আসতে পারে।প্রেমে পড়া, প্রকাশ করা, বলতে পাড়া একই বিষয়ের ৩টি স্তর। কে কখন কিভাবে কার প্রেমে পড়বে তা বলা যায় না। প্রেমে পড়লে চেহারায় প্রকাশ পায়। অনেক সময় চেহারায় প্রেমের প্রকাশ রহিত হয় হীন মানশিকতার জন্য। যার প্রেমে পড়া হয় তাকে বলতে পাড়া সবচেয়ে গুরুত্বপুর্ন,আকর্ষনীয়,প্রশান্তির বিষয়। যার প্রেমে পড়া হয় তাকে প্রিয়তম/প্রিয়তমা বলে। প্রেমে পড়লেই প্রিয়তম/প্রিয়তমা কে পাওয়া যায় না।প্রিয়তম/প্রিয়তমাকে পাওয়া জীবনের একটি স্বাভাবিক বিষয়।

জাহিদুল ইসলাম

সম্পাদক বিডিনিউজ অনলাইন

যোগাযোগ: ০১৭১৯৩০৯০৮৩

Md.Jahidul Islam Ceo bd news online

Md. Jahidul Islam

CEO Bd news online

#FaceMe

Face me face up

coming soon

contact  01303269345 for sponsored