Take A look

বঙ্গবন্ধু স্থৃতি সংসদের উদ্যোগে কুমরুলে মনোমুগ্ধকর থার্টি ফাষ্ট আয়োজিত হয়েছে

জাহিদুল ইসলাম,নাটোর।
01/01/2022, 12:36 এএম
ছবি:বঙ্গবন্ধু স্থৃতি সংসদে বিশেষ খাবার পরিবেশন
বঙ্গবন্ধু স্থৃতি সংসদের সহযোগিতায় নাটোরের বড়াইগ্রামের কুমরুল বাজারে অবস্থিত বঙ্গবন্ধু স্থৃতি সংসদে মনোমুগ্ধকর থার্টি ফাষ্ট আয়োজিত হয়েছে।
সংবাদ সুত্রে জানা যায় বিকাল 5 ঘটিকা থেকে আয়োজন শুরু হয়। থার্টি ফাষ্ট  উদ্যাপনের জন্য কুমরুল বাজারে অবস্থিত বঙ্গবন্ধু স্থৃতি সংসদ কে আলোক সয্যায় সজ্জিত করা হয়। রং বেরং এর বেলুন ঝুলানো হয় বঙ্গবন্ধু স্থৃতি সংসদের মধ্যে। আয়োজনে অংশ গ্রহনের জন্য কুমরুল গ্রামের কিশোর,যুবক, বৃদ্ধ সকল বয়সের মানুষ বিকাল 5 ঘটিকা হতে বঙ্গবন্ধু স্থৃতি সংসদে আসতে শুরু করে।

বঙ্গবন্ধু স্থৃতি সংসদের সভাপতি মেহেদি হাসান জানান বছরের ধর্মীয়,সাংস্কৃতিক,রাষ্ট্রীয় প্রত্যেকটা অনুষ্টান তাঁরা উদ্যাপন করেন। অনুষ্টানের সকল ব্যয় বঙ্গবন্ধু স্থৃতি সংসদ বহন করে।

উক্ত অনুষ্টানে বিডিনিউজ অনলাইনের সম্পাদক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এই রকম মনোমুগ্ধকর আয়োজনের জন্য তিনি সংসদের সভাপতি মেহেদি হাসান কে ধন্যবাদ জানান। বাংলাদেশের সকল গ্রামে,স্থানে এই অনুষ্টান আয়োজনের জন্য তিনি সকল কে আহ্বান জানান।

অনুষ্টানের শেষে সকলের হাতে বিশেষ খাবার পরিবেশন করেন বঙ্গবন্ধু স্থৃতি সংসদের সদস্য গণ।